নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই ) রাতে নরসিংদী সদর মডেল থানার ঘোড়াদিয়া এলাকায় অভিযান চালিয়ে ২শত ৫০পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হলো, নরসিংদীর সদরের ঘোড়াদিয়া হাজী সাত্তারের বাড়ির ভাড়াটিয়া মৃত-ইব্রাহিম মিয়ার ছেলে শফিকুল ইসলাম শফিক (৫২) ও পুরানপাড়া এলাকার মমতাজ উদ্দিনের ছেলে ছোটন মিয়া(৩০)।
এই তথ্য নিশ্চিত করেন জেলা গোয়েন্দা পুলিশের মিডিয়ার সমন্বয় ও পরিদর্শক রূপণ কুমার সরকার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তাপস কান্তি রায় ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নরসিংদী সদরের ঘোড়াদিয়া এলাকার হৃদয় স্টোরের সামনে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
এসময় তাদের দখল হতে ২শত ৫০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৭৫ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামী শফিকুল ইসলামের বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।
Leave a Reply