নরসিংদীতে আরও ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নরসিংদী থেকে রবিবার ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়। এদের মধ্যে ১১ জনের করনো পজেটিভ আসে। নরসিংদী সদর উপজেলার ১০ জন, মনোহরদীর ১জন।
সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম। সিভিল সার্জন জানান,গত ৫ ডিসেম্বর ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজধানীর মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথে (আইপিএইচ) পাঠানো হয়।এ পর্যন্ত জেলার ছয়টি উপজেলা থেকে মোট ১৫ হাজার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে।
২৪ ঘন্টায় আইসোলেশন মুক্ত হয়েছেন ১৩ জন। বর্তমানে কোভিড–১৯ রোগে আক্রান্ত ১১ জন কোভিড ডেডিকেটেড ১০০ শয্যাবিশিষ্ট নরসিংদী জেলা হাসপাতালে আইসোলেশনে এবং ১৩০ জন হোম আইসোলেশনে আছেন। বর্তমানে হোম কোয়ারেন্টিনের সংখ্যা ২৬০ জন। জেলায় এ পর্যন্ত কোভিড-১৯–এর সংক্রমণ শনাক্ত হওয়া ব্যক্তিদের মধ্যে মারা গেছেন ৪৮ জন।
Leave a Reply