মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদীতে ৭৬০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২০ খ্রিঃ) নরসিংদী গোয়েন্দা শাখার এসআই তাপস কান্তি রায় ও মাহমুদুল হাসান মাধবদী থানা এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দিবাগত রাত ০৩:২০ ঘটিকায় পাচঁদোনা মোড় হতে পাঁচদোনার নাগেরহাট এলাকার ইকরামুল হোসেনের ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হুমায়ুন (২৫), চোয়া এলাকার নওশের আলীর ছেলে তন্ময় (২৫), কে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। অপরদিকে এসআই মাহমুদুল হাসান মাধবদী থানাধীন আসমান্দীরচর হতে ০২:০৫ ঘটিকায় নরসিংদীর শালিধা এলাকার বাবুল মিয়ার ছেলে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী নয়ন মিয়া (২৭), মাধবদীর আসামান্দীর চর এলাকার মুনসুর আলীর ছেলে কাউয়ুম বাবু (৩০), রাজা মিয়ার ছেলে লালন মিয়া ( ২৫), নরসিংদীর থানার হাশেম মিয়ার ছেলে আরমান সরকার ( ৪০) দের কাছ থেকে ২৬০ পিস ইয়াবাসহ মোট ৬জনকে ৭৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে।
নরসিংদী জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর রুপন কুমার সরকার পিপিএম জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,২৮,০০০/= টাকা। গ্রেফতারকৃত প্রত্যেক আসামীর বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে। এ সংক্রান্তে মাধবদী থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে।
Leave a Reply