নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৮শ পিস ইয়াবাসহ দুদু মিয়া (৭৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার দুপুরের দিকে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুদু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিদ্যাকুট গ্রামের মৃত আবদুল কাদিরের ছেলে।
জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক ও জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপন কুমার সরকার জানায়, রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মোস্তাক আহমেদ তার দল নিয়ে শহরের ভেলানগর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় চিহ্নিত মাদক কারবারি দুদু মিয়াকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ২ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮ লাখ ৪০ হাজার টাকা। এ ঘটনায় নরসিংদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply