আবুল কাশেম, চরাঞ্চলীয় প্রতিনিধি
নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালিতে পানিতে পড়ে আয়েশা (২) নামে এক শিশু কন্যার মৃত্যূ হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের আলোকবালি উত্তর পাড়া (সড়ক পাড়া) গ্রামে এ মৃত্যূর ঘটনা ঘটে। নিহত শিশু আয়েশা আলোকবালি ইউনিয়নের আলোকবালি উত্তর পাড়া (সড়ক পাড়া) গ্রামের জয়নাল মিয়ার মেয়ে।
স্থানীয় ইউপি সদস্য নাছির মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে শিশু আয়েশা তার মায়ের বুকের দুধ খেয়ে ঘরের বাইরে খেলতে যায়। এসময় বাড়ীর পাশে গরুর গোবর ফেলার জন্য করা গর্তে সে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশু আয়েশার মা ও বাড়ীর লোকজন তাকে দেখতে না পেয়ে আশপাশে খুঁজতে থাকে। পরে গোবর ফেলার গর্তে তার গায়ের কাপড়ের একাংশ দেখতে পেয়ে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে পাশ্ববর্তী পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত বলে ঘোষনা করে।
বিষয়টি নরসিংদী মডেল থানায় অবহিত করে শিশু আয়েশার লাশ দাফন করা হয়।
Leave a Reply