নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালিতে হতদরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার (ভিজিএফ) এর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ বোধবার (২৭ এপ্রিল ) নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের পরিষদ ভবনের সামনে চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ইউনিয়নের ৪৭৩ জনের প্রত্যেককে ১০ কেজি করে চাউল এলাকার অসহায় ও দুস্থ মানুষের হাতে তুলে দেন।
এসময় ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন সরকার দিপু পবিত্র ঈদুল ফিতরের আগমুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এ উদ্যোগের সাধুবাদ জানান। সেই সাথে তিনি প্রধানমন্ত্রীকে প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
দেলোয়ার হোসেন সরকার দিপু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে তাদেরকে উপহার দিয়ে আবার প্রমাণ করলেন তিনি মানবতার মা। করোনাকালীন এ সময়ে শুধু সরকারী সাহায্যের দিকে তাকিয়ে থাকলে চলবে না। অসহায় মানুষদের সাহায্যর্থে সমাজের বিত্তবানরাও এগিয়ে আসতে।
তিনি বলেন, সরকারিভাবে আমি যে সকল বরাদ্দ পেয়েছি ইউনিয়নের সকল সদস্যদের নিয়ে সুষম বন্টন করেছি। আমি সকলের দোয়া চাই।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হামিদ, ইউপি সচিব খালেদ মাহমুদ, হযরত আলী মেম্বার, আমান মেম্বার, জামাল মেম্বার, সামাল মেম্বার, মোস্তফা মেম্বার, কাদির মেম্বার, আবু খায়ের মেম্বার, পারুল মেম্বার, লিলি মেম্বার, মিটল মিয়া, তামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে উপস্থিত ছিলেন এস আই আব্দুল আলীম।
Leave a Reply