আবুল কাশেম, নরসিংদী:
পবিত্র রমজান মাসকে সামনে রেখে আজ বুধবার (২৩ ইং মার্চ) নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে।
রমজানে টিসিবির পণ্য ভোক্তা পর্যায়ে বিপণন নিরবিচ্ছিন্ন করতে উপজেলা পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা আব্দুল হামিদ উপস্থিত থেকে এ কার্যক্রম শুরু করে।
সকালে নরসিংদী সদর উপজেলাধীন আলোকবালী ইউনিয়নের আলোকবালী বাজারে স্থানীয় ভোক্তা সাধারণের হাতে টিসিবির পণ্য খুলে দেন আলোকবালী ইউপি সচিব খালেদ মাহমুদ।
এ সময় ইউপি সদস্য বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে ছিলেন এসআই আব্দুল আলীম ও তার সঙ্গীয় ফোর্স, স্থানীয় গ্রাম পুলিশ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চলতি কার্যক্রমের আওতায় জনপ্রতি ভোক্তা ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি মসুরের ডাল, ২ কেজি চিনি ৪৬০ টাকায় ক্রয়ের সুযোগ পাচ্ছেন। যা বর্তমান বাজার দাম এর চেয়ে অন্তত ২০০ টাকা সাশ্রয় হচ্ছে। আজ আলোকবালী ইউনিয়নের ৫৩২ জন তালিকাভুক্ত কার্ডধারী ব্যক্তি এ প্যাকেজ গ্রহণ করেন।
Leave a Reply