নরসিংদী প্রতিনিধি
‘গাছ কাটা যেন নখ কাটা নয়, এতে শ্বাস কাটা হয়’এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘ কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। সোমবার (২৬ জুলাই) বেলা ১১টায় আলোকবালী হাইস্কুলের দ্বিতীয় তলায় সামাজিক দূরত্ব বজায় রেখে আলোকবালী ইউনিয়নের প্রতিটি গ্রামে বিভিন্ন প্রজাতির ফলজ ও কাঠ গাছের প্রায় ১৫ শ’ চারা বিতরণ করা হয়।
আরিফ চৌধুরীর সভাপতিত্বে চারাগাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উক্ত সংঘের প্রধান উপদেষ্টা, স্পেন প্রবাসী আলামিন মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মেম্বার, আকরামুল ইসলাম সমীর, কাউসার মাস্টার, আব্দুল জলিল স্যার, সালাউদ্দিন আহমেদ, শাকিবুল হক, ডাক্তার সুমন আহমেদ, আব্দুল মামুন, মাহফুজুর রহমান আপেল, মুফতি রবিউল্লাহ, পলাশের পাপড়ি সংঘের সভাপতি শেখ রাসেল মাহমুদ, নুর মোহাম্মদ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও আলোকবালী ইউনিয়ন সমাজ কল্যাণ যুব সংঘের বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ। উক্ত সভায় আলোকবালী ইউনিয়ন এর অন্য আরেকটি সেচ্ছাসেবী সংগঠন “আলোকবালী ইউনিয়ন ব্লাড ডোনার গ্রুপ” এর একবছর পূর্তি উপলক্ষ্যে কেক কেটে নতুন কমিটি গঠন করা হয়।
Leave a Reply