নরসিংদী প্রতিনিধি
মহান স্বাধীনতার ৫০ বছর সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে শপথ অনুষ্ঠান ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকাল ৪ টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উদযাপন ও শপথ বাক্য পাঠ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলোকবালী ইউপির পর পর তিনবারে নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন সরকার দিপু। আলোকবালী ইউপি সচিব খালেদ মাহমুদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, শিলমান্দী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি তাচ্ঞমান রহমান রিচি। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নবনির্বাচিত ইউপি সদস্য হযরত আলী, আমান সরকার , জামাল উদ্দিন, আমির সরকার, আবু খায়ের, মোস্তূফা মিয়া, খোশেদা আক্তার খুশী, পারুল বেগম, লিলি বেগম প্রমূখ।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন লুৎফর রহমান শফিক কাজী, আওয়ামী লীগ নেতা শাহ আলম মিয়া, মিটল মিয়া, কাউসার মাস্টার, হেলাল উদ্দিন সরকার , বদরুজ্জামান মন্টু, তথ্যকেন্দ্রের তানিম আহমেদ। বক্তারা স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভূয়সি প্রশংসা করেন।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে যে শপথ বাক্য পাঠ করিয়েছেন প্রজেক্টরের মাধ্যমে তাতে যুক্ত হয়ে উপস্থিত সকলে প্রধানমন্ত্রীর সাথে শপথ পাঠ করেন যান।।
Leave a Reply