নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর গ্রামের বাড়ি ফিরতে চায় প্রতিবন্দী মাসুম।তবে নরসিংদীর রায়পুরায় তার বাড়ি এতটুকু বলতে পারলেও উপজেলার কোন গ্রাম বা তার স্বজনদের কারও মোবাইল নাম্বার তার জানা নেই।
নরসিংদীর গ্রামের বাড়ি থেকে ঘুরতে ঘুরতে বাগেরহাটে এসে করোনাকালে আটকে পড়েছে প্রতিবন্ধী যুবক মাসুম। বাগেরহাট জজকোর্ট এলাকায় খেয়ে না খেয়ে দিনপার করছে । মাসুম এখন পরিবারের কাছে ফিরে যেতে চায়।
তবে, প্রতিবন্ধী এই যুবকটি নরসিংদী জেলার তার গ্রামের বাড়ি রায়পুরা বলতে পারলেও গ্রামের নাম কিংবা পরিবারের কারোর নাম ও মোবাইল নম্বর বলতে পারছেনা।
বর্তমানে মাসুম বাগেরহাট জজকোর্ট এলাকায় কে,এম,মনিরুল ইসলাম জুয়েলের তত্ত্বাবধানে রয়েছেন। জুয়েলের মোবাইল ০১৭১০১২১৫৮৪ যোগাযোগ করে মাসুমের খোঁজ পেতে তার পবিবারের সদস্য বা স্বজনদের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।
জোনাকি টেলিভিশন/টি ভূইয়া-০৮-০৬-২০২০
Leave a Reply