নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর ঐতিহ্যবাহী চিনিশপুর গ্রামের প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মজিবুর মোল্লা ও জেলা বিএনপির সাবেক ক্রিড়া সম্পাদক মরহুম জাকির হোসেন ভূইয়া (মাহাবুব) এবং গ্রামের সকল মৃতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে ঐতিহ্যবাহী চিনিশপুর ঈদগাঁহ মাঠে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
নরসিংদী জেলা মৎসজীবি দলের সভাপতি হাবীবুর রহমান মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র গ্রামের সন্তান বাংলাভিশনের সিনিয়র সাংবাদিক গ্যালবন হোসেন সাফি,বিশিষ্ট ব্যবসায়ী সাকের হোসেন ভূইয়া অপু, মেজর সালাউদ্দিন ও ইসলামী ব্যাংক নরসিংদীর শাখার ব্যবস্থাপক ইব্রাহীম হোসেন মৃধা।
সভায় চিনিশপুর ঈদগাঁহ কমিটির সভাপতি বিল্লাল হোসেন ভূইয়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন। চিনিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আওলাদ হোসেন মোল্লার সঞ্চালনায় সভা অন্যানের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুকাররম হোসেন ভূইয়া, ষ্মরণ সভার আয়োজক কমিটির আহবায়ক আলকাছ হোসেন মোল্লা, সদস্য সচিব নাজমুল হোসেন, চিনিশপুর ঈদগাঁহ কমিটির সাধারণ সম্পাদক আবদুস সালাম, সমাজ সেবক সায়েম ভূইয়া, ইউপি সদস্য জয়নাল আবেদীন, সাবেক ইউপি সদস্য পারভেজ মাহমুদ কদর, যুবদল নেতা তাজিল খান, ছাত্রদল নেতা সজিব ভূইয়া প্রমূখ।
অনুষ্ঠান শেষে খায়রুল কবির খোকন চিনিশপুর ঈদগাঁহ মাঠের পাশেই ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের কার্যালয় উদ্বোধন করেন।
Leave a Reply