নিজস্ব প্রতিবেদক
নরসিংদীতের দুটি কাপড়ের মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। নরসিংদী শহরতলীর খাটেহারা এলাকায় শুক্রবার দুপুর দেড়টার দিকে এক্স-ত্রি ও হুমায়ন আলম টেক্সটাইল মিলে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুন নিভাতে কাজ করছে ফায়ার সার্ভিস কর্মীরা।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুর দেড়টার দিকে নরসিংদী সদর উপজেলার সাহেপ্রতাপের অদূরে খাটেহারা মহল্লার এক্স-ত্রি নামে একটি বন্ধ কাপড়ের মিলে আগুন লাগে। মিলের ভিতরে কাপড় তৈরি তুলা ও বিপুল পরিমানে কাপড় মজুদ করে রাখা ছিল বিদায় আগুন দ্রুত চার পাশে ছড়িয়ে পড়ে পাশ্ববর্তী হুমায়ন আলম টেক্সটাইল মিলেও আগুন লেগে যায়। এদিকে মিলের ভিতর আগুন লাগার বিষয়টি টের পেয়ে মিলের নিরাপত্তা কর্মী এলাকাবাসীর সহায়তা ফায়ার সার্ভিসে খবর দিলে নরসিংদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিভাতে তৎতপরতা শুরু করে। ইতোমধ্যে হুমায়ন আলম টেক্সটাইল মিলের আগুন নিভাতে সক্ষম হলেও এক্স-ত্রি মিলের আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাৎক্ষনিক ভাবে ক্ষয়ক্ষতি পরিমান জানা যায়নি।
নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন লাগার খবরের সাথে সাথে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে। একটি মিলের পুরোপুরি আগুন নিভাতে সক্ষম হতে পেরেছি অন্যটির আগুন নিয়ন্ত্রনে আনতে পেরেছি। তবে ভিতরে কোথাও কোথাও আগুন থাকতে পারে সন্দেহে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। প্রার্থমিক ভাবে বৈদ্যুতিক শকসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি পরিমান এখনও নিরুপন করা সম্ভব হয়নি।
Leave a Reply