নিজস্ব প্রতিবেদক
নরসিংদী পলাশে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সকালে করোনা পরিস্থিতির এই সময়ে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার জিনারদী ইউনিয়নের চনগরদীতে অবস্থিত কল্যাণী ইনক্লুসিভ স্কুলে এ অর্থ প্রদান করা হয়।
বাংলাদেশ প্রতিবন্ধী ফাউন্ডেশন ও স্কুলের প্রধান শিক্ষকের পরিবার পরিজনের সহযোগিতায় কল্যাণী ইনক্লুসিভ স্কুলের ৬৫ জন অসহায় ও প্রতিবন্ধী ছাত্র ছাত্রীদের মাঝে (প্রত্যেককে ৫ শ’ টাকা) ঈদ উপহার হিসেবে এই সগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রফেসর কামরুল ইসলাম গাজী, জিনারদী ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, আওয়ামীলীগ নেতা জুলহাস মোল্লা, কল্যাণী ইনক্লুসিভ স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সোহেলসহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা গণ।
প্রধান শিক্ষক মোহাম্মদ কামরুল হাসান সোহেল জানান, তার এই উদ্যোগ অব্যাহত থাকবে।
Leave a Reply