তুহিন ভূইয়া: নরসিংদীর পলাশ উপজেলার দুটি করস্থান থেকে ৭টি কঙ্কাল চুরি করেছে দুর্বৃত্তরা।মঙ্গলবার রাতের আধাঁরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কাজিরচর গ্রামের কবরস্থান থেকে ৬টি ও একই ইউনিয়নের ইসলামপাড়া গ্রামের কবরস্থান থেকে ১টি কঙ্কার চুরি ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এ ঘটনায় বুধবার (৩০ ডিসেম্বর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা ইয়াসমিন ও পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা গভীর রাতে কাজিরচর কবরস্থানের ৭ থেকে ৮টি কবর খনন করে। এরমধ্যে ৬টি কবর থেকে কঙ্কাল চুরি করে নিয়ে যায়। একই সময় পাশের এলাকার ইসলাম পাড়া গ্রামের কবরস্থান থেকেও একটি কঙ্কাল চুরি হয়।
এ ব্যাপারে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো: নাসির উদ্দিন জানান, ‘কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply