মনিরুজ্জামান, মাধবদী প্রতিনিধি
নরসিংদীতে মাধবদীতে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিকের সফলতা কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতহয়েছে।
মাধবদী স্কুল সুপার মার্কেট কমপ্লেক্স এর ব্যবসায়ীদের মঙ্গলবার বিকেলে মার্কেটের ৪নং গলিতে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে মেয়র মোশাররফ হোসেন প্রধান মানিক বলেন, মাধবদী পৌরবাসী অত্যন্ত বুদ্ধিমান ও বিচক্ষণ। তারা জানে একজন শ্রমিক কাজ করলে তার পারিশ্রমিক দিতে হয়! আমি বিগত পাঁচটি বৎসর আপনাদের সেবা ও পৌরবাসীর জীবন-মানের উন্নয়নে কাজ করেছি যা আপনাদের চোখের সামনে দৃশ্যমান। সুতরাং সিদ্ধান্ত আপনাদের হাতে।
আমি যদি আপনাদের জন্য কিছু করে থাকি তাহলে আগামী ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে তার প্রমাণস্বরূপ আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশাপাশি মাধবদী পৌরসভার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার সুযোগ করে দিবেন।
ব্যবসায়ী মনিরুজ্জামানের সভাপতিত্বে ও তৌহিদুর রহমানের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ ফরিদ, মাধবদী বাজার মোবাইল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও জোনাকী টেলিভিশনের মাধবদী প্রতিনিধি মনিরুজ্জামান মনির, আক্কাছ আলী মেম্বার প্রমূখ।
এসময় নরসিংদী সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক এসএম সেলিম সিকু,মাধবদী শহর আওয়ামী যুবলীগের সভাপতি সাইদুর রহমান পাশা, ৫নং ওয়ার্ড কাউন্সিলর হেলাল উদ্দিন,মাধবদী সতী প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মনোয়ার হোসেন,জালাল উদ্দিন, অভিভাবক প্রতিনিধি মোশারফ হোসেন, নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ ইব্রাহীম মাস্টার, স্কুল সুপার মার্কেট পরিচালনা পরিষদের সদস্য সচিব আমিনুল ইসলাম টিপু, আবুবকর সিদ্দিক, আলমগীর হোসেন,ডাঃ আওলাদ হোসেন, মোঃ ফারুক মিয়া, বাচ্চু মিয়া ও মোঃ আবুল বাশারসহ স্কুল সুপার মার্কেট কমপ্লেক্সের ব্যবসায়ীবৃন্দ ও মাধবদী পৌরসভার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মেয়র মানিকের সুস্বাস্থ্য ও সফলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply