নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর মাধবদী পৌরসভায় মেয়র পদে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী হয়ে ফরম সংগ্রহ করেছেন মাধবদী শহর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: আবদুল বাতেন শাহীন এবং ছাত্রদলের সদ্য সাবেক আহবায়ক আনোয়ার হোসেন। সোমবার বিকেলে জেলা বিএনপির চিনিশপুরস্থ কার্যালয়ে নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তারা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাশীদের হাতে ফরম তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, নরসিংদী শহর বিএনপির সভাপতি এ কে এম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূইয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আকবর হোসেন, দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমানুল্লাহ আমান , সাধারণ সম্পাদক ডা. জাকারিয় , সিনিয়র সহ সভাপতি শাহেন শাহ শানু, সাংগঠনিক সম্পাদক মুকাররম ভূইয়া, যগ্ম সম্পাদক দিদার হোসেন ভূইয়া, ছাত্রদল নেতা সিদ্দিকুর রহমান, মাইনুদ্দিনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী মো: আবদুল বাতেন শাহীন জোনাকী টেলিভিশনকে দেওয়া একান্ত এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি মাধবদী পৌরবাসীর ইচ্ছা ও সমর্থন নিয়ে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী হয়ে দলীয় ফরম সংগ্রহ করেছি। দলীয় হাইকমান্ড আমার উপর আস্থা রেখে আমার হাতে ধানের শীষ প্রতিক তুলে দিলে মাধবদীবাসীর দোয়া নিয়ে আমি মেয়র পদটি পূণ:উদ্ধার করে বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া. ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের প্রতীক তারেক রহমানসহ নরসিংদীর মাটি ও মানুষের নেতা খায়রুল কবির খোকন ভাইকে তা উপহার দিতে পারব ইনশাল্লাহ।
Leave a Reply