রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নে মোঃ আনিছ আহমেদ (১৮) নামে এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সকাল আনুমানিক সাড়ে আটটায় উপজেলার খানাবাড়ি স্টেশনের পাশের হোগলাকান্দি সেতু থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত আনিছ নেত্রকোণা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের মোঃ গোলাপ মিয়ার ছেলে ও নেত্রকোণা সদরের শাহ জাহান একাডেমির এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি বাবা ও সৎ মায়ের সঙ্গে রায়পুরা উপজেলার মির্জানগর গ্রামে থাকতেন।
জানা যায়, আনিছের বাবা গোলাপ মিয়া দ্বিতীয় বিয়ের পর শ্বশুরবাড়ি রায়পুরার মির্জানগর গ্রামে বাস করতেন । গোলাপ মিয়া নরসিংদীর শিবপুরে থার্মেক্স ইয়ার্ন ডাইং কারখানায় নিরাপত্তা কর্মীর কাজ করেন। তার বড় ছেলে মহসিন আজাদ গাজীপুরের একটি মাল্টিন্যাশনাল কম্পানিতে কাজ করার সুবাধে তার সঙ্গেই কাশিপুরের একটি ভাড়া বাসায় থাকতেন আনিছ। গত ২৫ মার্চ সেখান থেকে আনিছ রায়পুরার মির্জানগরে চলে আসেন। তারপর মৃত্যুর আগ পর্যন্ত আনিছ বাবা ও তার সৎ মায়ের সঙ্গেই ছিলেন। গত রাতে তিনি কাউকে কিছু না বলে বাড়ির থেকে বের হয়ে আর ঘরে ফেরেননি। পরে আজ সকালে বাড়ির এক কিলোমিটার দূরত্বে খানাবাড়ি রেলওয়ে স্টেশন সংলগ্ন হোগলাকান্দি ব্রিজে আনিছের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা।
এ ব্যাপারে আনিছের বড় ভাই মহসিন আজাদ বলেন, আনিছ মানসিক রোগী ছিলেন। গত বছর এসএসসি পরীক্ষার আগ মুহূর্তে তার এ সমস্যা দেখা দেয়। পরে চিকিৎসার পর কিছুদিন সুস্থ ছিলেন। তারপর আবারো একই সমস্যা দেখা দেয়।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অভিজিৎ বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসার পর তার মৃত্যুর রহস্য জানা যাবে।
Leave a Reply