রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা পৌরসভার তুলাতলী এলাকায় একটি ধান ক্ষেত থেকে ফালু বিবি নামে ৮৫ বৎসর বয়সী এক বৃদ্ধ মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বৃদ্ধা একই এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মোল্লা বাড়ির মৃত আব্দুল আজিজ মোল্লার স্ত্রী।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে কলা গাছের পাতা কাটতে গেলে স্থানীয় একজনের নজরে পড়ে।
নিহত বৃদ্ধার বড় ছেলে সাত্তার মোল্লা জানান, গত প্রায় দু বছর আগে তার ছোট ভাই কাজল মোল্লা তার দুই সন্তান সহ আত্মহত্যার ঘটনার পর থেকে তার মা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তার পর থেকে প্রায়ই কোন কিছু না বলে ঘর থেকে বেড়িয়ে পড়তেন। তেমনি গত বুধবার (২১ অক্টোবর) ভোরে ফজরের নামাজের পর কোন কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজনদের বাসা-বাড়িতে খোঁজাখুঁজির পর না পেয়ে থানায় ডায়েরী করি। দীর্ঘ সাত দিন পর আজ অর্ধগলিত অবস্থায় খোঁজ মেলে।
এ ব্যাপারে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply