মো. রফিকুল হক রফিক, স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় শামসুল উলুম নূরানী মাদরাসার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রবিবার পিরিজকান্দি হাসপাতাল সংলগ্ন মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মোহাম্মদ সানাউল্লাহ’র সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা কাজী শফিক উল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মির্জাপুর ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইয়া।
বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ফাইজুর রহমান, উত্তরবাখরনগর কাসেমুল উলুম মাদরাসার প্রিন্সিপাল ও সাবেক ইউপি চেয়ারম্যান হাফেজ মাওলানা তাজুল ইসলাম, জামিয়া আরাবিয়া ইসলামিয়া সেরাজনগর মাদরাসার মোহতামিম মাওলানা আব্দুর রহমান খান, শ্রীরামপুর মদিনাতুল উলুম মাদরাসার মোহতামিম মাওলানা শাহ মোহাম্মদ ফজলুল হক, পিরিজকান্দি লক্ষীপুর সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহিউদ্দিন, নূরানী শিক্ষা বোর্ড ঢাকা’র প্রতিনিধি মাওলানা জাকির হোসাইন প্রমূখ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব রহিচ উদ্দিন মেম্বার, ইউপি সদস্য জয়নাল আবেদীন, আমির হোসেন, সমাজ সেবক মনিরুল ইসলাম এসডু, নজরুল ইসলাম মিন্টু, আবুল বাসার, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মোসলেম নেতা প্রমূখ।
অত্র মাদরাসায় অভিজ্ঞ ও হাফেজ দ্বারা কোরআন শরীফ তাজবিদ সহকারে নাজেরা শেষ করে হিফজুল কোরআন ও সাধারণ শিক্ষার ব্যবস্থা রয়েছে বলে জানান কর্তৃপক্ষ।
Leave a Reply