নিজস্ব প্রতিবেদক
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে নরসিংদী জেলা আইনজীবি সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে এড. আবদুল বাছেদ ভূঁঞা ও সাধারণ সম্পাদক হিসেবে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ সকাল থেকে বিকাল পর্যন্ত একটানা শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন শেষে রাতে প্রধান নির্বাচন কমিশনার ফলাফল ঘোষণা করেন। ।
সভাপতি পদে এড. আবদুল বাছেদ ভূঁঞা ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এড. মোঃ মিজানুর রহমান নাজির (আরমান) পেয়েছে ১২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে সাধারণ সম্পাদক পদে এড. মোহাম্মদ শহিদুল্লাহ মিঞা সর্বোচ্চ ৩০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান সম্পাদক এড. খন্দকার আতাউর রহমান পেয়েছে ১৭৭ ভোট ও এড. মনসুরুল ইসলাম ভূঁঞা পান ৯৭ ভোট।
সহ সম্পাদক পদে এড. রাজিয়া সুলতানা জুপি ২৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে এড. মোহাম্মদ মাইন উদ্দিন অপু পেয়েছেন ২২৮ ভোট। কোষাধ্যক্ষ পদে এড. মোহাম্মদ শিহাব উদ্দিন ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এড. মোঃ ফারুক মিয়া পান ১৩৯ ভোট এবং এড. বিলকিস আক্তার ৮৬ ভোট পেয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ সভাপতি পদে এড. মোঃ আলমগীর হোসেন, লাইব্রেরী সম্পাদক পদে এড. শেখ মোঃ নূরুল উল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. মমতাজ বেগম এবং কার্যকরী কমিটির সদস্য পদে এড. এ কে এম মনিরুল ইসলাম, এড. ফয়সাল আহমেদ, এড. মামুন উর রশিদ ও এড. আবদুল্লাহ আল মাসুদ।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সাবেক পিপি এড. এম এ হান্নান ভূঁঞা, সহকারী নির্বাচন কমিশনার ছিলেন এড. মোঃ শাহজাহান ও এড. মোঃ হাবিবুল্লাহ শিকদার।
Leave a Reply