1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:৫০ পূর্বাহ্ন

নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সম্মেলনে সাংবাদকর্মীর গলায় কাউন্সিলর কার্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ এপ্রিল, ২০২১
  • ৫১৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক

নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সম্মেলনে সাংবাদকর্মীদের গলায় ঝুলতে দেখা গেছে কাউন্সিলর কার্ড। শনিবার নরসিংদী সদর দলিল লেখকদের কার্যালয়ে অনুষ্ঠিত হওয়া সম্মেলনে এমনই দৃশ্য দেখা যায়।

জানা যায়, দীর্ঘ এক যুগেরও বেশী সময় নরসিংদী জেলা দলিল লেখক সমিতির কোন কমিটি না থাকায় সংগঠনটি অস্তিত্ববিহীন অবস্থায় উপনীত হয়। গত কয়েকদিন ধরে সংগঠনটির নামে সদর দলিল লেখকদের কার্যালয়ে একটি সাইনবোর্ড ঝুলতে দেখা যায়। যা নিয়ে ইতোপূর্বে জোনাকী টেলিভিশনের অনলাইন ভার্সণে একটি সংবাদও প্রকাশিত হয়। সংবাদটিতে দলিল লেখকদের দুই একজন নেতৃবৃন্দ (শনিবার অনূষ্ঠিত হওয়া) তাদের সম্মেলন অনুষ্ঠিত হবে বলে বক্তব্যে উল্লেখ করে। নেতৃবৃন্দের বক্তব্য অনুযায়ী শনিবার (৩ এপ্রিল) সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের নিয়ম অনুযায়ী এতে কাউন্সিলর ও  ডেলিগেটরসহ অতিথি এবং জেলায় কর্মরত দলিল লেখকরা উপস্থিত হওয়ার কথা। সে অনুযায়ী কাউন্সিলর ও  ডেলিগেটরদেরকে চিহ্নিত করা জন্য কার্ড করা হয়। কিন্তু সম্মেলনে উপস্থিত হয়ে দেখা যায় ভিন্ন চিত্র। সংবাদ সংগ্রহের কাজে সম্মেলনে আসা বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সংবাদ কর্মীদের গলায় কাউন্সিলর কার্ড ঝুলতে দেখা যায়। এসময় এই প্রতিবেদক কৌতুহলি হয়ে প্রথম সারির টিভি চ্যানেলের ক্যামেরা হাতে এক সংবাদকর্মীর গলায় ঝুলতে থাকা কার্ডের কথা জিজ্ঞাসা করলে সে জানায় সম্মেলনে আসলে তাদের গলায় কার্ড পড়িয়ে দেওয়া হয়। এসময় নরসিংদী রির্পোটার্স ইউনিটির সভাপতি সাংবাদিক শফিকুল ইসলাম মতি জানান, সম্মেলনের শুরুতে যারাই এসেছেন তাদের সবাইকে কাউন্সিলর অথবা  ডেলিগেটর কার্ড ফিতাসহ গলায় পড়তে দেওয়া হয়।  তিনি বলেন, শুধু সাংবাদিক নয় এখানে উপস্থিত সকলের জন্য এই ব্যবস্থা করা হয়েছে এমনটা নাকি আয়োজক কমিটি তাদেরকে জানিয়েছেন।

এছাড়াও যারা সমিতির সদস্য বা দলিল লেখার সাথে সম্পৃক্ত নয় এমন প্রায় ২০/২৫ জন যুবকের গলায়ও ঝুলতে দেখা গেছে কাউন্সিলর কার্ড।

খোঁজ নিয়ে জানা যায় দলিল লেখকদের অভিভাবক নূর আলম ভূইয়া শুধু মাত্র শ্লোগান দেওয়ার জন্য তাদের আনেন। তেমটাই নজরেও আসে। অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে নূর আলম ভূইয়া ওই ছেলেগুলোকে ডেকে মঞ্চের যে পাশ থেকে বক্তারা বক্তব্য দিচ্ছিলেন সে পাশটায় নিয়ে গিয়ে দাঁড় করিয়ে রাখে।  নূর আলম ভূইয়ার বক্তব্যের সময় তিনি নিজে শ্লোগান ধরলে ওই ছেলে সেই শ্লোগানের সাথে তাল দিয়ে যাচ্ছিল। উনার বক্তব্য শেষে তারা আবার নিজে স্থানে ফিরে যায়।

এখানে উল্লেখিয় যে, কাউন্সিলর কার্ডটিতে- কাউন্সিলরের নাম, পদবী, সনদ নং, অফিস, উপজেলা/জেলা/বিভাগ এই অংশটি থাকলেও কোন একটি কার্ডে তা পূরন করা হয়নি। উপস্থিত সকলের  গলায় নাম বিহীন কাউন্সিলর কার্ড ঝুলতে দেখা গেছে।

এ ব্যাপারে সম্মেলন শেষে আয়োজক কমিটির কয়েকজনের কাছে জানতে চাওয়া হলে এ বিষয় তারা কথা বলতে অপারগতা প্রকাশ করে।

পরে এ ব্যাপারে সদর দলিল লেখক সমিতির কার্যালয়ে বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি ও নবনির্বাচিত নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সভাপতি নূর আলম ভূইয়া  কক্ষে কথা বলতে গেলে ভিতর থেকে দরজা বন্ধ করে রাখা অবস্থায় দেখা যায়। বেশ কয়েকবার টোকা দিয়ে দরজা না খোলায় কথা বলা সম্ভব হয়নি।

পরবর্তী সময়ে এ ব্যাপারে নবনির্বাচিত নরসিংদী জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ সামসুল ইসলাম মুকুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ মিস গাইড হয়েছে। এ কার্ড সাংবাদিক কেন কাউন্সিলর ব্যতিত অন্য কারো হাতেই যাবার কথা নয়।

দেশেব্যাপী করোনা মহামারীর ভয়াবহ এ সময়ে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে সম্মেলনটি অনুষ্ঠিত হওয়ায় জেলাজুড়ে সমালোচনার ঝড় উঠে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host