নিজস্ব প্রতিবেদক
নরসিংদী জেলা পরিষদের আয়োজনে “স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৫ মার্চ) নরসিংদী জেলা পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মতিন ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রী এ্যাড, নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, এম.পি,
স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম, জেলা পরিষদের (উপসচিব) প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম। সেক্টর কমান্ডার্স ফোরাম, মুক্তিযুদ্ধ -৭১ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান ও নরসিংদী জেলা পরিষদের সকল সদস্যবৃন্দ।
অনুষ্ঠান শেষ পর্বে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার সহধর্মিণী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুইট প্রতিবন্ধী স্কুলের উপদেষ্টা প্রকৌশলী সারা ইসলাম জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য জেলার ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply