নরসিংদী প্রতিনিধি:
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দুঃস্থ ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে নরসিংদী জেলা পুলিশ।
আজ শনিবার (১৫ আগস্ট) দুপুরে শহরের খাটেহারা এলাকার দারুন নাজাত ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং নবাববাড়ীর রেইচ্ছা আজিজিয়া কারীমিয়া কওমিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রায় ২০০ জন শিশুর মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়।
এতিম শিশুদের মাঝে এসব খাবার বিতরণ করেন, নরসিংদী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম।
এসময় জাতির পিতা ও ১৫ আগস্টে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। একইসঙ্গে বঙ্গবন্ধু নিজের জীবনের চাওয়া-পাওয়া, দুঃখ-কষ্ট সবকিছুকে ভুলে শুধু দেশের জন্যে অন্যায়ের বিরুদ্ধে লড়ে গিয়েছেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত তিনি শুধু দেশের ও মানুষের কথা চিন্তা করেই প্রাণ হারিয়েছেন এ বিষয়ে আলোচনা করা হয়।
Leave a Reply