নিজস্ব প্রতিনিধি:
ঘরে থাকুন, নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন এই শ্লোগানকে সামনে নিয়ে নরসিংদী জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর পরিচালনায় ফ্রি টেলি চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) থেকে করোনা ভাইরাসের কমিউনিটি ট্রান্সমিশন বেড়ে যাওয়ার কারণে এই ফ্রি টেলি চিকিৎসা সেবা চালু করা হয়।
জেলা পুলিশের সূত্রে জানাযায়, নরসংদী লকডাউন চলছে, সীমান্ত প্রবেশপথ বন্ধ সেহেতু অত্যাবশকীয় প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছে না। মানুষের স্বাস্থ্যগত অসুবিধা যাতে না হয় এজন্য জেলা পুলিশ ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর যৌথ ফ্রি টেলি চিকিৎসা সেবা চালু করা হয়েছে।
হটলাইনে দেয়া নাম্বারে যোগাযোগ করে যে কোন চিকিৎসা সেবা নিতে পারবে। সর্বদাই জনগণের পাশে নরসিংদী জেলা পুলিশ।
Leave a Reply