নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে করোনাভাইরাস পরিস্থিতিতে নিম্ন আয়ের অসহায় ও হতদরিদ্র ঋষি ও সূত্রধর পরিবারের সদস্যদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন জেলা প্রশাসক।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এসময় তিন শতাধিক পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, তেল ও পেয়াজ বিতরণ করা হয়।
নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) মো: শাহ আলম মিয়া ও ঘোড়াদিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফতাব উদ্দিন ভূইয়া।
Leave a Reply