স্টাফ রিপোর্টার:
নরসিংদী জেলায় কর্মরত ব্লাড ডোনার সংগঠন সমূহ ঐক্যবদ্ধ ভাবে সেবা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নরসিংদী জেলা ব্লাড ডোনার সমন্বয় ফোরাম গঠন করা হয়েছে। গত ২৬ আগষ্ট নরসিংদী আইডিয়াল হাই স্কুল কনফারেন্স রুমে সংগঠন সমূহের এক সমন্বয় সভায় এ ফোরাম গঠন করা হয়।
ফোরামের আহবায়ক হয়েছেন নিউ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের সভাপতি মনজিল এ মিল্লাত এবং সদস্য সচিব হয়েছেন নরসিংদী ব্লাড ডোনার সোসাইটির চেয়ারম্যান মোঃ জয়নুল আবেদীন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন উত্তরণ এর সভাপতি কেএইচ খলিলুর রহমান আপেল, আলোকিত নরসিংদীর সভাপতি আবদুল্লাহ আল মামুন রাসেল, নরসিংদী ব্লাড ডোনার সোসাইটির সেক্রেটারী হাসান মামুন, অনির্বাণ এর মাহমুদুল হাসান, নরসিংদী জেলা যুব রেডক্রিসেন্টের যুব প্রধান সাজ্জাতুন নূর, আরসিওয়াই মাহমুদুল হাসান মাহফুজ, চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাবের সভাপতি ইকবাল হোসেন স্বাধীন, সেক্রেটারী ইবনে আদেল শশি, পলাশের পাপড়ীর প্রতিষ্ঠাতা শেখ রাসেল মাহমুদ, বন্ধন ব্লাড ডোনার ক্লাবের নাহিদ হাসান, নিউ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশনের সেক্রেটারী আবদুর রহিম, কোষাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, স্বেচ্ছায় রক্তদান সংগঠনের আবুল খায়ের, কওমি ব্লাড ডোনার এর আকরাম খান আরিফ, আমরা মানবতার প্রতীক এর আবির রায়হান ও আল আমিন খন্দকার, বারৈচা ব্লাড ডোনার্স গ্র“প এর মোঃ এনামুল হক হৃদয়, যাত্রাপথ এর ইফাত হক, মানবিক নরসিংদীর মোঃ জাকারিয়া সরকার ও মোঃ লিজন, প্রতিতী সংগঠন এর আল রিফাত ও হাসিবুল হাসান, কবি সামসুর রাহমান ব্লাড ডোনার ফাউন্ডেশনের মোফাজ্জল হোসেন ও শামিম আহমেদ, আলোর বাহন রক্তদান সংগঠনের মোঃ ইসহাক আহমেদ ও মোঃ সোহেল, পলাশ থানা ব্লাড ডোনার ক্লাবের আশিকুল ইসলাম আশিক, নরসিংদী জেলা ব্লাড ডোনার ক্লাবের শাহজালাল, মাধবদী ব্লাড ডোনার ক্লাবের মোঃ রাজিব মিয়া, রায়পুরা ব্লাড ডোনার্স এর রেজুয়ান আহমেদ নয়ন ও মোঃ নাজমুল হক, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স এর এডমিন কাউসার আহম্মদ প্রমূখ।
উক্ত সভায় নরসিংদী জেলা ব্লাড ডোনার ফাউন্ডেশনের সদস্য হয়েছে- নিউ লাইফ ব্লাড ডোনার এসোসিয়েশন, নরসিংদী ব্লাড ডোনার সোসাইটি, উত্তরণ (রক্ত কর্মসূচী), আলোকিত নরসিংদী (রক্ত কর্মসূচী), অনির্বাণ (রক্ত কর্মসূচী), নরসিংদী জেলা যুব রেডক্রিসেন্ট (রক্ত বিভাগ), চরাঞ্চল ব্লাড ডোনার ক্লাব, পলাশের পাপড়ি, বন্ধন ব্লাড ডোনার ক্লাব, স্বেচ্ছায় রক্তদান সংগঠন, কওমি ব্লাড ডোনার, আমরা মানবতার প্রতীক (রক্ত কর্মসূচী), বারৈচা ব্লাড ডোনার্স গ্র“প, যাত্রাপথ (রক্ত কর্মসূচী), মানবিক নরসিংদী (রক্ত কর্মসূচী), প্রতিতী সংগঠন (রক্ত কর্মসূচী), পলাশ থানা ব্লাড ডোনার ক্লাব, নরসিংদী জেলা ব্লাড ডোনার ক্লাব, মাধবদী ব্লাড ডোনার ক্লাব, রায়পুরা ব্লাড ডোনার্স, কবি সামসুর রাহমান ব্লাড ডোনার ফাউন্ডেশন, রায়পুরা ব্লাড ডোনার্স, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ব্লাড ডোনার্স ও আলোর বাহন রক্তদান সংগঠন।
Leave a Reply