নিজস্ব প্রতিবেদক
নরসিংদী পৌরসভায় স্থগিতকৃত চারটি কেন্দ্রে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে ব্যালটের মাধ্যমে ভোট ডাকাতদের জবাব দিবেন। নির্বাচনী গণসংযোগে এসে ভোটারদের উদ্দেশ্যে মোবাইল প্রতিক নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থী এস এম কাইযূম এ কথা বলেন।
নরসিংদীর স্থগিত চার কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে পৌর এলাকার ব্রাহ্মনপাড়া ও ইউএমসি, মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছে এস এম কাইযূম। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি ওই দুটি মহল্লার ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে মোবাইল প্রতিকের পক্ষে ভোট প্রার্থনাসহ তার জন্য চান।
এসময় অনেকে প্রিয় মানুষটিকে কাছে পেয়ে জড়িয়ে ধরে নিজেদের আবেগকে সংবরণ করতে পা পেরে কান্নায় ভেঙ্গে পড়ে। এস এম কাইয়ূমের গণসংযোগের সংবাদ শুনে এর আগে যেসব বাড়ীর মহিলারা তাকে আগে দেখেনি তাদের অনেকেই বাড়ীর ছাদে, বেলকুনিতে, কেউবা আবার রাস্তার পাশে ঠাই দাঁড়িয়ে থাকে জনপ্রিয় এ তরুন নেতাকে একনজর দেখার জন্য।
এস এম কাইয়ূমের মোবাইল প্রতিকের গণসংযোগ দেখতে এসে ভীড় জমায় এলাকার প্রায় ৩০/৪০ টি শিশু। এস এম কাইয়ূমের সমর্থকদের সাথে সুর মিলিয়ে মোবাইল মোবাইল বলে শ্লোগান দিতে থাকে। এসময় পুরো এলাকা মোবাইল মোবাইল ধ্বনিতে মুখর হয়ে উঠে।
এস এম কাইয়ূম মোবাইল প্রতিকে ভোট প্রার্থনা করার পাশাপাশি ভোট কেন্দ্রে যাবার আহবান জানান। তিনি ভোটারদের উদ্দেশ্য করে বলেন যারা ব্যালট পেপার ছিনতাই করে, যারা সীল মেরে ভোট ডাকাতি করে তাদের ভয়ে আপনারা যাতে ভোট দিতে না যান তারা সেটাই চাচ্ছে। আপনারা ভোট কেন্দ্রে না গেলে ভোট ডাকাতরা জয়ী হবে। তাই ভোট ডাকাতদের বিতাড়িত করতে সকলে ভোট কেন্দ্রে যাবেন এবং ব্যালটের মাধ্যমে ওই সকল ভোট ডাকাতদের জবাব দিবেন।
আগামী ২৮ ফেব্রয়ারী রবিবার স্থগিতকৃত ওই চার কেন্দ্রের নির্বাচন অনুষ্ঠিত হবে।
Leave a Reply