নিজস্ব প্রতিবেদক
নরসিংদী পৌর নির্বাচনে ব্যাপক অনিয়ম, ব্যালট পেপার ছিনতাই, সীল মারামরির ঘটনা ঘটে। যা অনক গণমাধ্যমে প্রকাশ পায়। ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত নরসিংদী পৌর নির্বাচনের বিভিন্ন অনিয়মের দৃশ্য ফেইসবুক লাইভে এসে তা নরসিংদী পৌরবাসী সামনে তুলে ধরে নাজাত ২৪ নামে একটি অনলাইন টিভি চ্যানেল। যা ভোট ছিনতাইকারীদের জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। এর জের ধরে ওই চ্যানেলে সাংবাদিক লায়ন সরকারের উপর হামলাসহ ক্যামেরা ও অর্থ লুটের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর সাড়ে ১২টা নরসিংদী শেরে বাংলা ক্লাবে দ্বিতীয় গেইটের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে লায়ন সরকার পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ পত্র দাখিল করেন।
অভিযোগে কয়েকজনের নাম উল্লেখপূর্বক বলেন গত ১৪ ফেব্রুয়ারী নরসিংদী পৌর নির্বাচনে ভোট ডাকাতির সাথে যারা জড়িত ছিল ফেইসবুক লাইভের মাধ্যমে জনসম্মুখে চলে। এরই জের ধরে স্থগিতকৃত ৪ টি কেন্দ্রের নির্বাচনের ঠিক আগের দিন সাংবাদিক লায়নের উপর এই হামলার ঘটনা ঘটায়।হামলায় সাংবাদিক লায়ন সরকারকে এলোপাতাড়ি কিল ঘুষিসহ তার জোড়পূর্বক তার ক্যমেরা ছিনিয়ে নেওয়া হয়। এছাড়াও সন্ত্রাসীরা তার কাছে থাকা নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা লুটে নেয়। এসময় আইন শৃংখলাবাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেতে সন্ত্রাসীরা লায়ন সরকরকে প্রাণ নাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।
অভিযোগকারী সাংবদিক লায়ন সরকার তার জীবনের নিরাপত্তার স্বার্থে এঘটনর সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার করে অইনের আওতায় আনার আহবান জানান।
Leave a Reply