নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী পৌর এলাকায় ১০টাকা কেজি ধরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী দেশের বিভিন্ন পৌর শহরের কর্মহীন অসহায় জনগোষ্ঠীর মাঝে কার্ডের মাধ্যমে ১০(দশ)টাকা কেজি দরে চাল বিক্রির (বিশেষ ও.এম.এস) অংশ হিসেবে নরসিংদী পৌর এলাকায় রবিবার সকালে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এর পক্ষে এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)শ্রী কমল কুমার ঘোষ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) খালেদ হোসেন, নরসিংদী পৌরসভার প্যানেল মেয়র রিপন সরকার, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তারাপদ সাহা ভূষণ এবং পৌর এলাকার ৩,৪,৫ নং ওয়ার্ড এর ও.এম.এস ডিলার দীপক কুমার সাহা।
Leave a Reply