নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীতে মহান স্বাধীনতা দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবের পক্ষ থেকে ৭ জন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিকদের সম্মাননা দেয়া হয়েছে।
মঙ্গলবার ( ২৯ মার্চ ) বিকালে নরসিংদী প্রেসক্লাবের হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বাদল কুমার সাহা, সাবেক দপ্তর সম্পাদক প্রীতি রঞ্জন সাহা, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাধন দাস, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি (মরনোত্তর) খন্দকার মতিউর রহমান বীর বীক্রম, শিবপুর প্রেসক্লাবের সদস্য মোঃ হারিছুল হক, নরসিংদী প্রেসক্লাবের সদস্য এডঃ লিয়াকত হোসেন।
তাদের প্রত্যেক কে সম্মাননা ক্রেস্ট ও পাঁচ হাজার টাকা করে প্রাইজ মানি প্রদান করা হয়েছে।
নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির শাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট আবু নইম মোঃ মারুফ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম, সিভিল সার্জন ডাঃ মোঃ নূরুল ইসলাম, নরসিংদী পৌর মেয়র আমজাদ
হোসেন বাচ্চু, সেক্টর কমান্ডারস ফোরাম’৭১ নরসিংদীর সভাপতি আবদুল মোতালিব পাঠান, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ও নকশি এর সভাপতি ড. মশিউর রহমান মৃধা।
এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের যুগ্ন-সাধারন সম্পাদক মন্জিল-ই মিল্লাত, কোষাধ্যক্ষ মোঃ জয়নুল আবেদীন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সজল ভূঁইয়া, দপ্তর সম্পাদক এটিএম মস্তোফা বাবর, সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, সাবেক সহ-সভাপতি মশিউর রহমান সেলিম, সাবেক সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ (মন্টি), সাবেক সাধারন সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সহ আরো অনেকে।
Leave a Reply