নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীতে বিয়াম জিলা স্কুলের অনলাইন ক্লাস কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (১০ মে) সকালে নরসিংদী বিয়াম জিলা স্কুলের অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন।
অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইমরুল কায়েস, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, গোলাম মোস্তাফা মিয়া, জেলা শিক্ষা অফিসার গৌতম মিত্র, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা ও বিয়াম জিলা স্কুলের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ মুরাদ।
এ সময়ে প্রধান অতিথি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধকালীন সময়ে গৃহে অবস্থান করে শিক্ষা কার্যক্রম চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। এছাড়াও পর্যায়ক্রমে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস শুরু করা হবে বলে জানান প্রধান অতিথি।
Leave a Reply