নরসিংদীতে ৬টি উপজেলা ও জেলার মূলধারার সাংবাদিকদের নিয়ে সাংবাদিক সংগঠন “নরসিংদী রিপোর্টার্স ক্লাব”র দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নরসিংদীর স্বনামধন্য রেস্তোরা গ্যালাক্সি রেস্টুরেন্ট এ জেলার ৬ টি উপজেলা থেকে নরসিংদী রিপোর্টার্স ক্লাবের বিশেষ সদস্য ও নরসিংদী রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ, উপদেষ্টা পরিষদ ও আমন্ত্রিত অথিতিদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা ও নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা মিয়া, নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. সৈয়দ বদিরুজ্জামান, অগ্রণী ব্যাংক লিঃ মাধবদী শাখার সহকারি ব্যবস্থাপক মোঃ হাসান সারোয়ার সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সনেট কুমার সাহা, সাপ্তাহিক অতিক্রমের প্রধান সম্পাদক ও নরসিংদী সংবাদপত্র পরিষদের কার্যনির্বাহী সদস্য আফরোজা আহমেদ, নরসিংদী প্রাইম কলেজের পরিচালক ও প্রভাষক কাজী শাহিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবু কাওসার সুমন, উপজেলা সমাজসেবা অফিসার আশরাফুল ইসলাম খান, সমাজসেবক মাজাহার স্বপন, সমাজসেবক আলমগীর হোসেনসহ অন্যান্য ব্যক্তিবর্গ ও ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
অনুষ্ঠানে স্বাগত বক্তত্ব্য রাখেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সভাপতি এড. তুষার মিত্র।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহাগ ও দপ্তর সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান ইমন।
Leave a Reply