নিজস্ব প্রতিবেদন:
নরসিংদীর শিবপুর মডেল থানার অফিসারস ইনচার্জ আফজাল হোসাইন এর নেতৃত্বে শনিবার একটি চৌকস টিমের নেতৃত্বে এস আই রেজাউল ও এস আই সাদেক এর সঙ্গীয় ও অফিসার ফোর্সের সহায়তায় শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে ৭.৬৫ মিঃমিঃ পিস্তল এক রাউন্ড গুলি সহ গ্রেফতার করা হয়।
সে শিবপুর উপজেলার ধানুয়া উত্তরপাড়ার আঃ সাত্তারের ছেলে। তার নামে শিবপুর মডেল থানায় ৩টি হত্যা সহ হত্যা চেষ্টার ৩টি মোট ছয়টি মামলা রয়েছে বলে পিুলিশ জানান। তার নামে এই ছয়টি মামলারই ওয়ারেন্ট মুলতবি আছে। তার বিরুদ্ধে কন্ট্রাক্ট কিলার, অস্ত্রবাজী,চাঁদাবাজি, মাদক ব্যবসার বিস্তর অভিযোগ রয়েছে । শিবপুর মডেল থানায় তার বিরুদ্ধে একটি অস্ত্র মামলার রুজু প্রক্রিয়াধীন।
Leave a Reply