মো. মোস্তফা খান:
নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবীতে শনিবার বিকালে রায়পুরা উপজেলার খানাবাড়ী বাজার চত্বরে এক গণমত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য ইউপি চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ মোবারক হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চরসুবুদ্ধি ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন, আমিরগঞ্জ ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন খান, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খোরশেদ আলম, উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ সম্পাদক মুকুল উদ্দিন প্রধান, নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব হলদর দাস সহ জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি নেতৃবৃন্দ।
বক্তারা অন্যান্য জেলার ন্যায় নরসিংদীতেও নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের জোড় দাবী জানান।
Leave a Reply