নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরায় “নরসিংদী শেখ রাসেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়” প্রতিষ্ঠার যৌক্তিক দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রায়পুরার আমীরগঞ্জ-খানাবাড়ির মধ্যবর্তী স্থানে বিশাল খাস/অর্পিত সম্পত্তি ভূমিতে বৃহস্পতিবার খানাবাড়ি নিউ মডেল স্কুল প্রাঙ্গনে এ সভায় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের প্রধান উপদেষ্ঠা ড.মনিরুজ্জামান।
মির্জানগর ইউপি চেয়ারম্যান হুমায়ূন কবীর সরকারের সভাপতিত্বে এবং নরসিংদী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব (সাংবাদিক-শিক্ষক) হলধর দাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাস্তয়ন পরিষদের যুগ্ম আহ্ববায়ক মুক্তিযোদ্ধা আবুল বাশার বাচ্চু, ,আমীরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন খান, আদিয়াবাদ ইসলামী সরকারী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: নূর শাখাওয়াত হোসেন মিয়া, শিক্ষক নেতা খোরশেদ আলম, শিক্ষক নেতা শাখাওয়াত হোসেন, সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহিম মিয়া, রবিউল ইসলাম রবি, মুক্তিযোদ্ধা হারিছ মেম্বার, ইউপি মেম্বার নান্নু মিয়া, ইউপি মেম্বার নাছিমা আক্তার, শিক্ষক আব্দুল কুদ্দুস মোল্লা, অধ্যক্ষ রোহুল আমিন, সমাজ সেবক আব্দুর রউফ প্রধান, মো: শাহজাহান মিয়া, উদিয়মান যুব নেতা ইয়াহিয়া সরকার, ডা. আমজাদ হোসেন, মুক্তিযোদ্ধা ফাইজ উদ্দিন, মুক্তিযোদ্ধা ও শিক্ষক নেতা রোকন উদ্দিন প্রমুখ।
Leave a Reply