এস,এম ইসাহক আলী রাজু, নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের গুরুদাসপুরে উপজেলা আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭মে) সকাল ১১টায় দিকে উপজেলা আনসার ভিডিপির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা অংশ নেন।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নাটোর জেলা কমান্ড্যান্ট মোহা. শফিকুল আলম।
এসময় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান আলী, কৃষি কর্মকর্তা মো. হারুনর রশিদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন, সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, খাদ্য নিয়ন্ত্রক উম্মে কুলসুম, গুরুদাসপুর থানার এএসআই মাসুদ রানা প্রমূখ।
Leave a Reply