নাটোরের গুরুদাসপুরে পান্তা-ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ-১৪২৯ যথাযথ মর্যাদায় উদযাপন হয়েছে।
নতুন দিনের নতুন আলো নতুন জীবন গড়ি, জরাজীর্ণ, সাম্প্রদায়িকতা ভুলে সম্প্রীতি হাত ধরি’ এই শ্লোগানকে সামনে রেখে নতুন বছরকে বরণ করে নেওয়ার উৎসবের মধ্যে দিয়ে দিনটি পালিত হয়।
এ বছর পবিত্র মহেরমজান মাসের করণে নববর্ষ পালনে সকাল বেলা পান্তা-ইলিশ ছাড়াই বাঙালির প্রাণের বর্ষবরণ পালন করা হয়।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনে রমজান মাসের জন্য ছোট পরিসরে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
বর্ণাঢ্য শোভাযাত্রাটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার, কৃষি কর্মকর্তা হারুনর রশিদসহ বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা অংশ নেয়।
পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। র্যা লি শেষে সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শেষ হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তমাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,পৌর মেয়র মোঃ শাহনেওয়াজ আলী মোল্লা, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মতিয়ার রহমান মোন্না, উপজেলা প্রকৌশলী মোঃ মিলন হোসেন, গুরুদাসপুর থানার এস আই মোঃ মাজাহারুল ইসলাম প্রমুখ।
এছাড়াও গুরুদাসপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি মোঃ মাজেম আলী মলিন, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাহিদ, মোহনা টিভির প্রতিনিধি মিজানুর রহমান, প্রতিদিনের সংবাদের প্রতিনিধি এস,এম ইসাহক আলী রাজু, আমার সংবাদ প্রতিনিধি আব্দুস সালাম,ইনকিলাব প্রতিনিধি মেহেদী হাসান তানিম, উপজেলা শিল্প কলা একাডেমির শিল্পী বৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিক ব্যক্তিবর্গসহ সমাজের নানা শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
Leave a Reply