নাটোরের গুরুদাসপুরে শতবর্ষী বিদ্যাপিঠ গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২২ব্যাচের এসএসসি পরীক্ষার্থীরা নিজেদের উদ্যোগে ৫০জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করলো।
সোমবার (২৫এপ্রিল) গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের কক্ষে ৫০জন হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রতি প্যাকেট ছিল আতপ চাউল, সয়াবিন তেল, চিনি, লাচ্ছাসেমাই, এবং মসলা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মিঠু শিক্ষার্থীদের এরুপ মানবিক কর্মকান্ডের জন্য সাধুবাদ জানান এবং বলেন আগামী প্রজন্মের শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যানে মানবিক সেবায় নিজেদের নিয়োজিত করবে এবং আজকের এ উদ্যোগ সকল ছাত্রছাত্রীদের উৎসাহিত করবে। ছাত্রছাত্রীদের সাথে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
হতদরিদ্ররা ঈদ সামগ্রী পেয়ে ছাত্রদের প্রতি খুশি হয়ে বলেন, আল্লাহ তায়ালা ছাত্রছাত্রীদের মনের নেক আশা পুরন করেন।
শিক্ষিকা ওয়ালিদা শাহরিয়ার বলেন, ছাত্রছাত্রীরা আমাদের সন্তান। আমরা চাইব আগামী প্রজন্ম যেন মানব কল্যাণে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়াতে পারে।
Leave a Reply