মো. মোস্তফা খান:
কমেডি এবং রোমান্টিক ধাঁচের একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে “নায়িকা বানাবো” নাটকটি। এটির পরিচালক হচ্ছেন সালেহ আহমেদ মনা।
পিঁপড়া প্রেডাকশনের প্রযোজনায় বাস্তবের পাশাপাশি গল্পেও পরিচালক হিসেবে অভিনয় করছেন সালেহ আহমেদ মনা এবং নায়িকা হিসেবে অভিনয় করছেন এই সময়ের আলোচিত অভিনেত্রী শমী ইসলাম। এছাড়াও আরো অভিনয় করছেন বাবু, কামরুল সহ অনেকেই।
শমী ইসলাম জোনাকী টেলিভিশনকে জানান, কমেডি এবং রোমান্টিক ধাঁচের খুব সুন্দর একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটকটি। এই নাটক টি তে কাজ করে আমার অনেক ভালো লেগেছে। আশা করি দর্শকদের ও অনেক ভালো লাগবে।
Leave a Reply