নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলার রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম নিম্ন ও মধ্যবিত্তদের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে প্রস্তুত রয়েছেন। ইতিমধ্যে তিনি ইউএনও রায়পুরা, নরসিংদী নামক একটি ফেসবুক আইডিতে একটি বিশেষ ঘোষনা পত্র পোস্ট করেছেন। ঘোষনা পত্রে উল্ল্যেখ আছে যাদের খাদ্য সামগ্রী প্রয়োজন তারা এই ফেসবুক আইডি এসএমএস করার কথা বলা হয়েছে।
তাছাড়া তিনি করোনা যুদ্ধে রায়পুরা উপজেলার আনাচে-কানাচে বিরামহীনভাবে ভোর হইতে রাত্রি পর্যন্ত ছুটে চলছেন।
সারাদেশের মানুষ যখন করোনাভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হোম কোরেন্টাইন নিয়ে ব্যাস্ত, ঠিক তখন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। বাজার নিয়ন্ত্রনে নিয়মিত বাজার মনিটরিং, সামাজিক দূরত্ব নিশ্চিতকরন, করোনা সচেতনতায় উপজেলার আনাচে কানাচে লিফলেট বিতরণ করে নজির স্থাপন করেছেন।
তিনি ফুটপাতের হকার, রিকশাচালক, ভিক্ষুক ও হতদরিদ্র থেকে শুরু করে মানুষের মাঝে করোনা সচেতনতার লক্ষে ছুটে চলেছেন গ্রাম গঞ্জে। এমন কর্মকান্ডে উপজেলাবাসীর কাছে ভূয়সী প্রশংসা পাচ্ছেন তিনি।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মো: শফিকুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, করোনা ভাইরাস মোকাবেলায় যারা সরকারি বিধি অমান্য করবে তাদের বিরুদ্বে কঠোর ব্যবস্থা নেয়া হবে। মানুষের সেবা করে এই যুদ্ধে আমরা জয়ী হবো। সবাই কে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তাছাড়া যারা করোনার জন্য কাজকর্ম করতে পারছেন না আমরা তাদের বাড়িতে খাবার পৌছে দিচ্ছি।
Leave a Reply