মো. মাহবুব আলম
করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক ও নিরাপদ দূরত্ব নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযান পরিচালিত হয়েছে। ১০ এপ্রিল শুক্রবার নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া, দুলালাপুর ও শিবপুর কলেজ গেট সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন ম্যাজিষ্ট্রেট অনিক সাহা ও সেনাবাহিনীর লেফটেন্যান্ট মেহেদী হাসান।
এ সময় উপজেলা৷ প্রশাসন ও সেনাবাহিনীর পক্ষ থেকে সবাইকে সচেতন হাওয়ার আহবান জানানো হয়। না হলে কঠোর শাস্তির হুসিয়ারী দেওয়া হয়। অভিযান চলাকালে সরাকারি নির্দেশনা না মানায় ৪ জন ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। সেনাবাহিনীর পক্ষ থেকে লেফটেন্যান্ট মেহেদী হাসান গণমাধ্যম কে জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply