গাজী মামুন, লালমাই (কুমিল্লা):
কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল তাঁর নির্বাচনী এলাকা (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন।
ঈদের তৃতীয় দিন রোববার (২ জুলাই) দুপুরে নিজ গ্রাম লালমাই উপজেলার দুতিয়াপুরে তিনি এ শুভেচ্ছা ও মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি নেতাকর্মীদের নিয়ে বাবা মায়ের কবর জিয়ারত করেন।
পরে নাঙ্গলকোট উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন তিনি। সমাবেশ শেষে পুনরায় নিজ বাসভবনে এসে লালমাই উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মন্ত্রী।
এসময় ছাত্রলীগ নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা যারা ছাত্রলীগ করো, তোমাদের মধ্যে সেক্রিফাইস করার ক্ষমতা থাকতে হবে। দেশকে কিছু দিতে হবে, দেশের মানুষকে কিছু দিতে হবে। তোমাদের যাদের বাবা-মা জীবিত আছে তাদের সেবা করবা, যাদের বাবা-মা জীবিত নাই তারা দোয়া করবা। আমার সাথে রাজনীতি করতে হলে তোমাদের সবাইকে আমার মতো আচরণ করতে হবে। রাজনীতি করলে হৃদয়ে ঘৃণা রাখা যাবে না। মানুষকে ভালোবেসে পাশে থাকা হচ্ছে রাজনীতি। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজীবন ভালো কাজই রাজনীতি। আশা করি তোমরা একতাবদ্ধ হয়ে ভালো কাজগুলো করবা।
Leave a Reply