নিজস্ব প্রতিবেদক
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন’ নির্বাচন কমিশন নিয়ে এ সরকারের সাথে কোন সংলাপ নয়। আমরা কোন সংলাপে বসবো না। মানুষ যখন আন্দোলন মুখি তখন তাদের দৃষ্টি অন্যদিকে ফেরাতে বর্তমান সরকার নির্বাচন কমিশন গঠনের নামে ভোট ডাকাতি ও ভোট চুরির নীল নকশা তৈরি করতে চাচ্ছে। এই কমিশন গঠনের ব্যাপারে বিন্দুমাত্র আগ্রহ প্রকাশ করে না কেউ । বর্তমান নির্বাচন কমিশন গঠন একটি প্রহসনের কমিশন মাত্র। আর এ নির্বাচন কমিশন এর আওতায় বিএনপির কোনো নির্বাচনেও যাবে না।
তিনি বলেন, যারা আজ সংবিধান সংরক্ষণের দায়িত্বে আছে। তারা তf সংরক্ষণ করছে না বরং তাঁর লংঘন করছে। পুলিশ বাহিনীতে যোগ দেওয়ার সময় সংবিধান রক্ষার করার শপত নেওয়া মানে সরকারী দলের তাবেদারী নয়। অন্যের অধিকার কেড়ে নেওয়া নয়, অন্যের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া নয় । বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে নরসিংদী জেলা বিএনপি আয়োজিত চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অনুষ্ঠিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
দুপুরের পর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল যুগে জনসমাবেশ স্থলে এসে যোগ দেয়। মিছিলের পর মিছিলে জনসমাবেশ স্থল ও এর আশপাশ মুখর হয়ে উঠে। এ সময় জনসমাবেশ স্থল জনসমুদ্রে রূপ নেয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে অনুষ্ঠিত জনসমাবেশে বিএমপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এডভোকেট আব্দুস সালাম, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সরাফত আলী সপু, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুল ইসলাম নীরব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভূইয়া জুয়েল ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক আহমেদ।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টারের সঞ্চালনায় জন সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মনজুর এলাহী এড. আব্দুল বাসেত বিএনপি নেতা সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক হারুনুর রশিদ, আকবর হোসেন, শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভূঁইয়া, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি বিদ্যুৎ, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply