তিস্তা অঞ্চলের রংপুর বিভাগীয় সাংগঠনিক সফরের দ্বিতীয় দিন ২২ফেব্রুয়ারি দুপুরে নীলফামারী সার্কিট হাউজ সম্মেলন কক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন তাঁতী লীগের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শওকত আলী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খগেন্দ্র চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কার্যকরী সভাপতি শ্রীমতি সাধনা দাস গুপ্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রশীদ মঞ্জু ও যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন প্রমূখ। সভাপতিত্ব করেন জেলা তাঁতী লীগের আহবায়ক দেওয়ান সেলিম আহমেদ।
কর্মীসভার দ্বিতীয় পর্বে তাঁতী লীগ কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শওকত আলী সর্ব সম্মতিক্রমে নীলফামারী জেলা তাঁতী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। এতে সভাপতি নির্বাচিত হন দেওয়ান সেলিম আহমেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাড. জামিল আহমেদ।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য সচিব মহসিন হক।
Leave a Reply