আল-আমিন,নীলফামারী
নীলফামারীতে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ক্ষণগণনার উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১০ জানুয়ারি) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক আজহারুল ইসলাম(সার্বিক), অতিরিক্ত জেলা প্রশাসক নাহিদ হাসান (রাজস্ব), সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার, দৈনিক আমার সংবাদ এর প্রতিনিধি আল-আমিন, দ্যা ডেইলি এশিয়ান এ্যাজের প্রতিনিধি রাজা আহমেদ, দৈনিক বর্তমানের প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। প্রেস ব্রিফ্রিং এ জানানো হয় আজ ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ক্ষণগণনার কর্মসূচিতে দুপুর ৩টা বিঙ্গবন্ধু চত্বরে সকল স্তরের জনগন সমবেত হবেন, বিকাল ৪টা ৩০ মিনিটে মন্ত্রিপরিষদ হতে সরবরাহকৃত ভিডিও ডকুমেন্টরি প্রদর্শন, বিকাল ৫টায় মন্ত্রিপরিসদ বিভাগ হতে সশস্ত্র বাহিনী বিভাগের ক্ষণগণনার অনুষ্ঠানের কর্মসূচি এলইডি স্কিনে সরাসরি সম্প্রচার এবং সন্ধা ৬টায় স্থানীয় শিল্পিদের দ্বারা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Leave a Reply