আল-আমিন, নীলফামারী প্রতিনিধি: “মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদকবিরোধী আলোচনা সভা ও স্টেক হোল্ডারদের নিয়ে মাদকবিরোধী র্যালী ও সপ্তাহব্যাপি নানা কর্মসূচীর সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জানুয়ারি) নীলফামারীর মশিউর রহমান কলেজে এ মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় নীলফামারীর মশিউর রহমান কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও মশিউর রহমান কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ইমুর সঞ্চালনায় প্রধান অথিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক শিল্পী রানী মিস্ত্রী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী থানার ওসি মোঃ মমিনুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরির্শক খবির আহমেদ। উক্ত মাদকবিরোধী আলোচনা সভায় প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী মাদকগ্রহন না করার শপথ বাক্য পাঠ করেন। আলোচনা সভা শেষে স্টেক হোল্ডারদের নিয়ে মাদকবিরোধী র্যালী ও সপ্তাহব্যাপি নানা কর্মসূচীর সমাপ্তি ঘোষনা করা হয়।
Leave a Reply