আল-আমিন, নীলফামারী ঃ নীলফামারী সরকারি বালক উচ্ছ বিদ্যালয়ের অষ্টম শ্রেনির শিক্ষার্থী মোরসালিন ইসলাম হাসিব সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও পাঁচ দফা দাবি নিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছে মোরসালিনের সহপাঠি ও শিক্ষকেরা। সোমবার (১৩ জানুয়ারি) সকালে মোরাসালিনের মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে জেলা শহরের চেীরঙ্গী মোড়ে রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করে।জেলা পুলিশ সুপার মোখলেছুর রহমান এর আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি উঠিয়ে নিয়ে নীলফামারী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে তাদের পাঁচ দফা দাবি উত্থাপন করে এবং সেখানেই জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী ও নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম ও পিপিএম সেবা, শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি মেনে নেয়। শিক্ষার্থীদের পাঁচ দফা দাবি গুলো হলো ১.সড়ক দূর্ঘটনায় দায়ি ব্যাক্তিদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি, ২.হাসিবের দরিদ্র ও অসহায় পরিবারকে ক্ষতিপূরন প্রদানের ব্যবস্থা, ৩. অন্যান্য শিক্ষার্থীদের চলাচল নির্বিঘ্নে ও নিরাপদ করার জন্য যথাযোগ্য পদক্ষেপ গ্রহন, ৪. বিদ্যালয়ের আশপাশে অবৈধ যানবাহন ষ্টপেজ উচ্ছেদ করা ও ৫.স্কুল গেট সংলগ্ন একজন ট্রাফিক পুলিশ নিয়োজিত রাখার ব্যবস্থা করা। মানববন্ধনের বক্তারা বলেন, মোরসালিনের পরিবার অসহায় এবং পরিবারের একমাত্র স্বপ্ন ও ভরসা ছিল নিহত মোরসালিন। নিহত মোরাসালিনের পরিবারকে আর্থিক অনুদানের দাবি করেন শিক্ষক ও সহপাঠিরা। ঐ সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করে জেলা প্রশাসক হাফিজুর রহমান চেীধুরী। এসময় তিনি বলেন, মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত মোরসালিনের জায়গায় আমার সন্তান থাকতে পারতো তাই আমরা জেলা প্রশাসন শিক্ষার্থীদের চলাচল নিরাপদ করার জন্য পদক্ষেপ নিচ্ছি এবং অবৈধ যানবাহন চলচল বন্ধে পদক্ষেপ গ্রহন করছি। নবযোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম , পিপিএম বলেন, ইতিমধ্যে আমরা মোরসালিনের মৃত্যুতে দায়ি ব্যক্তিকে আইনের আওতায় নিয়ে এসেছি। এবং আমরা জেলা পুলিশ অবৈধ যানবাহন নছিমন ও রেজিস্ট্রেশনহীন যানবাহন চলাচল বন্ধ করার ব্যবস্থা করবো। অপরদিকে দুপুরে নীলফামারী সরকারি বালিকা উচ্ছ বিদ্যালয় মোরসালিন ইসলাম হাসিব সড়ক দূর্ঘটনায় মৃত্যুতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নিয়ে চেীরঙ্গি মোড়ে মানববন্ধন করে।
Leave a Reply