নোয়াখালীর কোম্পানীগঞ্জে মো. সৌরভ হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে উপজেলার ৮ নম্বর চরএলাহী ইউনিয়নের চরবালুয়ার ৬ নম্বর চর আমজাদ এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সৌরভ ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি। তিনি ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
চরবালুয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার মধ্যরাতে সৌরভ হোসেনের গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এএসআই বলেন, কে বা কারা সৌরভকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কালেরকন্ঠ
Leave a Reply