1. mostafa0192@gmail.com : admin2024 :
  2. arswaponbd6@gmail.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

নোয়াখালীতে ছিন্নমূল মানুষের জন্য ‘মানবতার লঙ্গরখানা’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ২৮৯ বার পঠিত
নোয়াখালীর বেগমগঞ্জে ছিন্নমূল ও ভাসমান মানুষের খাদ্য সহায়তার জন্য চালু হওয়া ‘মানবতার লঙ্গরখান ‘

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জে ছিন্নমূল ও ভাসমান মানুষের খাদ্য সহায়তার জন্য চালু করা হয়েছে লঙ্গরখানা। এখানে প্রতিদিন প্রায় ৩শ’ মানুষকে দেয়া হচ্ছে রান্না করা খাবার। করোনার দুর্যোগকাল না কাটা পর্যন্ত লঙ্গরখানার কার্যক্রম চলবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দিন আনা দিন খাওয়া মানুষ। টাকা নেই, ঘরে নেই খাবার। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে অনেকেই আছেন চরম বিপাকে।

এসকল মানুষের কথা চিন্তা করে স্থানীয় এক যুবকের উদ্যোগে বেগমগঞ্জের চৌমুহনী রেল স্টেশনে ছিন্নমূল অসহায় মানুষের জন্য চালু করা হয়েছে ‘মানবতার লঙ্গরখানা’।  ব্যক্তি পর্যায়ে লঙ্গরখানার কার্যক্রম শুরু হলেও, পরে এগিয়ে আসে উপজেলা প্রশাসন।

এ প্রসঙ্গে লঙ্গরখানার উদ্যোক্তা সাহেদ মুনিম ফয়সল বলেন, ‘এই রেল স্টেশনের ভাসমান এবং ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিরতণ করতে পেরে সরকার এবং উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’

প্রতিদিন প্রায় ৩শ মানুষকে বিনামূল্যে রান্না করা খাবার দিচ্ছে মানবতার এই লঙ্গরখানা। এই লঙ্গরখানায় আসা কয়েকজন জানান,’আমাদের খাবারের ব্যবস্থা করছে। আমাদের ঘরবাড়ি নাই, প্রতিদিন এখানে খাই। রেল স্টেশনে থাকি। আমরা খাবার ভালোভাবে পাই।’

করোনার দুর্যোগকাল না কাটা পর্যন্ত লঙ্গরখানার কার্যক্রম চালু থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব আলম বলেন,’যতদিন সঙ্কট থাকবে, ততদিন আমাদের এই সঙ্কট অব্যাহত থাকবে। আমাদের এই উদ্যোগে সহযোগীতা করছেন প্রশাসনে নিয়োজিত স্বেচ্ছাসেবকগণ।’

এ প্রসঙ্গে নোয়াখালী বেগমগঞ্জের চেয়ারম্যান ওমর ফারুক বাদশা বলেন, ‘ভাসমান, ছিন্নমূল যাদের ঘরবাড়ি নাই এই লোকগুলোর জন্য উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে এ কার্যক্রম চালু রেখেছি।’

দেশের এই ক্রান্তিকালে মানবতার সেবায় সবাইকে এভাবেই এগিয়ে আসার আহ্বান উদ্যোক্তাদের।

 

জোনাকি টেলিভিশন/এসএইচআর/২৯-০৫-২৯ইং

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 Jonaki Media and Communication Limited
Design By Khan IT Host