মোরশেদ আলম, সোনাইমুড়ী(নোয়াখালী) থেকে
চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৭ জনসহ ৬৩ জন প্রার্থী মনোয়নপত্র দাখিল করেছেন।
রবিবার(১৭ই জানুয়ারি) উপজেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষদিন ছিল উপচে পড়া ভিড়। এদিন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র,কাউন্সিলর ও সংরক্ষিত আসনের প্রার্থীদের মনোয়নপত্র জমা দেওয়া হয়।
নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে মেয়র পদে ৭ জন সংরক্ষিত ৩ টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৭ জন এবং ৯ টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৯ জনের মনোয়নপত্র দাখিল করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ জানান,মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগের প্রার্থী ভিপি নূরুল হক চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী মো: মোতাহের হোসেন মানিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো: সাকের হোসেন ভূঁইয়া, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু সায়েম, মো: খলিলুর রহমান, মো: খোরশেদ আলম, নুরুল ইসলাম মনোয়নপত্র দাখিল করেন।
উল্লেখ্য আগামী ১৪ ফেব্রুয়ামী চতুর্থ ধাপে দেশের ৫৬ টি পৌর সভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। রবিবার (১৭ জানুয়ারী) ছিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১৯ জানুয়ারী মনোনয়ন পত্র বাচাই, ২৬ জানুয়ারী প্রত্যাহারে শেষ দিন এবং ২৭ জানুয়ারী প্রতিক বরাদ্ধ দেওয়া হবে।
Leave a Reply